Ira Khan-Nupur Shikhare Wedding: ইরার সঙ্গে বিয়ের পর চরম সমালোচনার মুখে আমির খানের জামাই
বিয়ের সময় কেন স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসলেন নূপুর শিখরে? বিয়ের আসরে ইরা খানের (Ira Khan) স্বামী নূপুর শিখরের (Nupur Khikhare)পোশাক দেখে এমনই সব প্রশ্ন উঠতে শুরু করে। বধূবেশে সাজগোজ করা ইরার পাশে নূপুর কেন স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে বসে স্বাক্ষর করলেন, তা নিয়ে আমির খানের (Aamir Khan) জামাইকে কড়া কটাক্ষের মুখে পড়তে হয়। জনপ্রিয়তা পেতেই নূপুর ওই ধরনের পোশাক পরে বিয়ের আসরে বসেছেন বলে কেউ কটাক্ষ করেন। কেউ আবার বলেন, এঁরাই একমাত্র পরিবার, যাঁরা সব সময় নিজেদের গরীব প্রতিপন্ন করতে ব্যস্ত। কেউ বলেন, নিজেদের বিয়েকে একেবারে 'ক্যাজুয়াল ওয়েডিং' বলে প্রতিপন্ন করতে গিয়ে ইরা, নূপুর এসব করেছেন। সবকিছু মিলিয়ে ইরা খানের সঙ্গে নূপুর শিখরের বিয়ের পরপরই তাঁকে চরম কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয় পোশাক নিয়ে।
আরও পড়ুন: Ira Khan-Nupur Shikhare Wedding: বিয়ের পর মেয়ে, জামাই, ইরা-নূপুরকে নিয়ে ক্যামেরার সামনে আমির খান
দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)