Krrish 4: 'কৃশ ৪'-এ বড় চমক, অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা করবেন হৃত্বিক, নয়া অবতারে গ্রিক গড

২৫ বছর ধরে ক্যামেরার সামনে নিজের 'ক্যারিশ্মা' দেখিয়ে এবার ক্যামেরার পিছনে নিজের প্রতিভা তুলে ধরতে চলেছেন রাকেশ পুত্র। ছেলের পরিচালিত প্রথম ছবি, প্রযোজক হিসাবে পাশে দাঁড়ালেন বাবা।

Krrish 4 (Photo Credits: X)

অভিনয়ের রজতজয়ন্তী পার করে এবার ক্যারিয়ারে নতুন ভূমিকায় হৃত্বিক রোশন (Hrithik Roshan)। পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। ২৫ বছর আগে বাবা রাকেশ রোশনের পরিচালনায় 'কাহো না পেয়ার হ্যা' (Kaho Naa Pyaar Hai) ছবি দিয়ে মুখ্য চরিত্রে অভিনয়ে অভিষেক হয় হৃত্বিকের। ২৫ বছর ধরে ক্যামেরার সামনে নিজের 'ক্যারিশ্মা' দেখিয়ে এবার ক্যামেরার পিছনে নিজের প্রতিভা তুলে ধরতে চলেছেন রাকেশ পুত্র। ছেলের পরিচালিত প্রথম ছবি, প্রযোজক হিসাবে পাশে দাঁড়ালেন বাবা। 'কৃশ' (Krrish) ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন হৃত্বিক। সেই খবরে সিলমোহর দিলেন খোদ প্রযোজক রাকেশ রোশন। পরিচালনা তো করবেনই একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজির অন্য ছবিগুলোর মতোই 'কৃশ ৪'এও (Krrish 4) সুপারহিরোর চরিত্রে থাকবেন হৃত্বিক। রাকেশ রোশন ছাড়াও ছবির সহ-প্রযোজনায় জুড়েছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)।

হৃত্বিককে নিয়ে বড় ঘোষণা করলেন বাবা রাকেশ রোশনঃ

 

View this post on Instagram

 

A post shared by Rakesh Roshan (@rakesh_roshan9)

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement