Dharmendra Undergoes Eye Surgery: ডান চোখ ব্যান্ডেজে ঢাকা, একাই হাসপাতালে এসে অস্ত্রোপচার করালেন ৮৯-র ধর্মেন্দ্র
জানা যাচ্ছে, দিন কয়েক ধরেই ডান চোখে দেখতে সমস্যা হচ্ছিল প্রবীণ অভিনেতার। চিকিৎসকের কাছে গেলে যাবতীয় পরীক্ষার পর কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশনের পরামর্শ দেন। সেই মত এদিন হাসপাতালে এসে চোখের অস্ত্রোপচার করান ধর্মেন্দ্র।
চোখে অস্ত্রোপচার হয়েছে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra)। মঙ্গলবার ডান চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মুম্বইয়ের ছবি শিকারিদের ক্যামেরায় ধরা দিলেন বলিউডের হি-ম্যান। শুধু তাই নয়, ৮৯ বছরের ধর্মেন্দ্র এদিন বললেন, 'আমার এখনও অনেক শক্তি আছে। আমি নিজের কাজ নিজে করার ক্ষমতা রাখি'। জানা যাচ্ছে, দিন কয়েক ধরেই ডান চোখে দেখতে সমস্যা হচ্ছিল প্রবীণ অভিনেতার। চিকিৎসকের কাছে গেলে যাবতীয় পরীক্ষার পর কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশনের পরামর্শ দেন। সেই মত এদিন হাসপাতালে এসে চোখের অস্ত্রোপচার করান ধর্মেন্দ্র। তবে হাসপাতালে এসেছিলেন একাই। তাঁর পরিবারের কাউকেই সঙ্গে দেখা যায়নি। সেই কারণেই হয়তো পাপারাৎজির সামনে বারবার করে নিজের কর্মক্ষমতার কথা প্রকাশ করছিলেন। তবে অস্ত্রোপচারের মত গুরুত্বপূর্ণ দিয়ে নব্বই ছুঁইছুঁই অভিনেতার একা হাসপাতাল আসা ভালো চোখে দেখেননি নেটবাসী।
একাই হাসপাতালে এসে চোখের অস্ত্রোপচার করালেন ধর্মেন্দ্রঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)