Baby John Taster Cut: 'বেবি জন' এ অন্য বরুণ ধাওয়ান, টিজ়ার কাট বেরোতেই হই হই, দেখুন

Baby John (Photo Credit: Youtube/Screengrab)

চব্বিশের শেষটা বরুণ ধাওয়ানের (Varun Dhawan) কাছে 'লাকি' হতে চলেছে। ২০২৪ সলের খ্রিস্টমাসে মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের 'বেবি জন' (Baby John)। যেখানে একেবারে অন্য রূপে হাজির হচ্ছেন অভিনেতা। জ্যাকি শ্রফ, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বির সঙ্গে এক স্ক্রিনে এবার হাজির হচ্ছেন বরুণ। যে লুকে ডেভিড ধাওয়ান পুত্রকে দেখে অবাক হয়ে যান অনেকেই। বেবি জন-এ যেভাবে বরুণ ধাওয়ান হাজির হয়েছেন, তাতে বছর শেষে এই ছবি সুপারহিট হবে বলেই মনে করছে সিনে মহল। প্রসঙ্গত বেবি জন-এর টিজ়ার কাট সামনে আসতেই, ইউটিউবে একের পর এক মন্তব্য ভেসে উঠতে শুরু করে। বরুণ ধাওয়ান বলিউডের লম্বা দৌঁড়ের ঘোড়া বলে তাঁকে তকমা দেন অনেকে। এই ছবিতে জ্যাকি শ্রফকে ভিলেন হিসেবেই দেখা যাবে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে কীর্তি সুরেশকে দেখা যায় বধূ বেশে। ওয়ামিকা গাব্বিকেও বরুণ ধাওয়ানের সঙ্গেই এক ঝলক দেখা যায় বেবি জন-এর টিজ়ার কাটে।

দেখুন বেবি জন-এর টিজ়ার কাট...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif