Himansh Kohli: হঠাৎ অসুস্থ হিমাংশ কোহলি, চোখ মুখ বসে গিয়েছে, হাসপাতালের বিছানা থেকে কাতর আর্জি

নিজের শরীরের অযত্ন সাংঘাতিক কোন পরিণতি ডেকে আনতে পারে তার জন্যে ভক্তদের বারবার সাবধান করলেন অভিনেতা। শরীর এবং মনের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কথাও মনে করালেন তিনি।

Himansh Kohli Hospitalised (Photo Credits: Instagram)

অসুস্থ অভিনেতা হিমাংশ কোহলি (Himansh Kohli)। ভর্তি হাসপাতালে। গত ১৫ দিন ধরে 'অপ্রত্যাশিত' অসুস্থতার মোকাবিলা করছেন। হাসপাতালের বিছানায় বসে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন ইয়ারিয়া (Yaariyan) অভিনেতা। হিমাংশের শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে হাসপাতালের পোশাক। হাতে স্যালাইনের চ্যানেল করা। চোখ মুখ যে বসে গিয়েছে তা স্পষ্ট। বললেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিজের শরীরের অযত্ন সাংঘাতিক কোন পরিণতি ডেকে আনতে পারে তার জন্যে ভক্তদের বারবার সাবধান করলেন অভিনেতা। শরীর এবং মনের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কথাও মনে করালেন তিনি। ভক্তদের কাছে আর্জি জানালেন, তাঁরাও যেন নিজেদের শরীরকে সর্বাগ্রে গুরুতে দেয়। সেই সঙ্গে পরিবার, কাছের মানুষ, চিকিৎসক সকলকে ধন্যবাদ জানালেন এই কঠিন সময়ে তাঁর মনে সাহস দেওয়া এবং তাঁর পাশে থাকার জন্যে। তবে তাঁর কী হয়েছে সেই নিয়ে মুখ খোলেননি হিমাংশ।

অসুস্থ হিমাংশঃ

 

View this post on Instagram

 

A post shared by Hemansh Kohli (@kohlihimansh)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement