Bengal 1947 Official Trailer: একদিকে দেশভাগ অন্যদিকে মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে আসছে বেঙ্গল ১৯৪৭, মুক্তি পেল ট্রেলার (দেখুন ভিডিও)

বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে আগামী ২৯ মার্চ। তাঁর আগে অফিশিয়াল ট্রেলার লঞ্চ হল এই ছবির। 'বেঙ্গল ১৯৪৭: অ্যান আনটোল্ড লাভ স্টোরি' ছবিটির পরিচালনা করেছেন আকাশাদিত্য লামা। ছবির গল্পটিও তাঁরই লেখা।

Bengal 1947 Trailer Photo Credit: Youtube @omfed Productions

১৯৪৭ যেমন একদিকে স্বাধীনতাপ্রাপ্তির বছর তেমনি আবার অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। আর এই দেশভাগের প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে বেঙ্গল ১৯৪৭ (Bengal 1947)। দেশ ভাগাভাগির সময়ের একাধিক গল্প উঠে এসেছে এই ছবির হাত ধরে। তবে শুধু দেশপ্রেমই নয় এই ছবিতে থাকছে একটা মিষ্টি প্রেমের গল্পও। বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে আগামী ২৯ মার্চ। তাঁর আগে অফিশিয়াল ট্রেলার লঞ্চ হল এই ছবির।  'বেঙ্গল ১৯৪৭: অ্যান আনটোল্ড লাভ স্টোরি' ছবিটির পরিচালনা করেছেন আকাশাদিত্য লামা। ছবির গল্পটিও তাঁরই লেখা। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বিগ বস খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে। দেবলীনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সোহেলা কাপুর, ওমকার দাস মানিকপুরী, আদিত্য লাখিয়া, অনিল রস্তোগী, প্রমোদ পাওয়ার, অঙ্কুর আরমাম, সুরভি শ্রীবাস্তব, ফালাক রাহি, বিক্রম টিডিআর, অতুল গাঙ্গোয়ার ও অন্যান্যদের।

দেখে নেব ছবির অফিসিয়াল ট্রেলার-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now