AR Rahman Hospitalised: বুকে অসহ্য ব্যথা, হাসপাতালে ভর্তি এআর রহমান
শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে না এসে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
নয়াদিল্লিঃ বুকে প্রচণ্ড যন্ত্রণা(Chest Pain)। হাসপাতালে(Hospital) ভর্তি করা হল খ্যাতনামা সঙ্গীতকার এআর রহমানকে(AR Rahman)। বর্তমানে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে(Chennai Apollo Hospital) চিকিৎসাধীন বিখ্যাত সঙ্গীতকার। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, ইতিমধ্যেই ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরে অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। জানা গিয়েছে, সম্প্রতি লন্ডন থেকে ফিরেছিলেন খ্যাতনামা শিল্পী। দেশে ফিরে শনিবার ভোররাত থেকে আচমকা বুকে ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে সোজা তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। ডি-হাইড্রেশনের ফলে এই সমস্যা বলে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান। শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে না এসে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বুকে অসহ্য ব্যথা, হাসপাতালে ভর্তি এআর রহমান
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)