Hina Khan: ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই হিনার, তার মাঝেই প্রেমিক রকিকে অভিনেত্রীর বলা কথায় চোখে জল ভরল অনুরাগীদের

Hina Khan (Photo Credit: Instagram)

ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াই করছেন হিনা খান। স্তন ক্যানসারের (Breast Cancer) চিকিৎসা চলছে হিনার (Hina Khan)। স্তন ক্যানসারের চিকিৎসার মাঝেই টুকটাক কাজও করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। এই কঠিন সময়ে হিনার পাশে পরিবার, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে রয়েছেন রকি জয়সওয়াল। হিনা খান এবং রকি জয়সওয়ালের বন্ধুত্বের কথা প্রায় সর্বজনবিদিত। হিনার ক্যানসার ধরা পড়ার পরও তাঁর সঙ্গে ছাড়েননি রকি। উলটে অভিনেত্রীর পাশে প্রায় সব সময় থাকছেন রকি। এবার তাই বন্ধু রকির উদ্দেশে বার্তা দিলেন হিনা খান। এই কঠিন সময় তাঁরা ঠিক কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী।

রকি জয়সওয়ালের সঙ্গে হিনা খানের ভালবাসা উদযাপন...

 

View this post on Instagram