Akshay-kumar: ফের বিতর্কে অক্ষয় কুমার,মামলার হুমকি দিলেন সুব্রহ্মণ্যম স্বামী

Photo Credit Twitter

পৃথ্বীরাজ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্কে অক্ষয় কুমার(Akshay Kumar)।তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। কর্মা মিডিয়ার ব্যানারে অক্ষয় কুমার অভিনীত এবং পরিচালক অভিষেক শর্মার আগামী ছবি রামসেতুর মুক্তির বিরোধিতায় সামিল বিজেপি নেতা।তিনি টুইট করে লিখেছেন ।

অন্য একটি টুইটে সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy) লেখেন, এই ঘটনায় অক্ষয় গ্রেফতার হতে পারেন এমনকী তাঁকে দেশ থেকেও বিদায় নিতে হতে পারে। তিনি লেখেন, ‘অক্ষয় কুমার যদি বিদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে তাঁর গ্রেফতারির দাবি জানাই ও তাঁকে দেশ থেকে বিতাড়িত করার আবেদন জানাই’।

ট্যুইটারে একটি অর্ডারের ছবি পোস্ট করে সত্য সবরওয়াল লেখেন, রাম সেতু অবলম্বনে একটি সিনেমা তৈরি হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে কর্মা মিডিয়া। যেখানে সুব্রহ্মণ্যম স্বামীর এসসি অর্ডারকে পোস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে। এই কারণেই মামলা দায়ের করা হবে। স্বামীর সুপ্রিম কোর্টের অর্ডার এবং ছবির পোস্টার দুটোই পোস্ট করেছেন সত্য সবরওয়াল।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)