Shah Rukh Khan: ক্রেতা আদালতের নোটিশ শাহরুখ খানকে, কিন্তু কেন!

অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম বাইজু (Byju)-র বিজ্ঞাপন করা শাহরুখ খান (Shah Rukh Khan)-কে নোটিশ পাঠল মধ্যপ্রদেশের এক জেলা ক্রেতা সুরক্ষা আদালত (District Consumer Court )।

Shah Rukh Khan (Photo Credits: Twitter)

অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম বাইজু (Byju)-র বিজ্ঞাপন করা শাহরুখ খান (Shah Rukh Khan)-কে নোটিশ পাঠল মধ্যপ্রদেশের এক জেলা ক্রেতা সুরক্ষা আদালত (District Consumer Court )। বাইজু-র ম্যানেজার ও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখের বিরুদ্ধে প্রতারণামূলক ব্যবহার এবং অসাধু ব্যবসায়িক কাজকর্ম চালানোর অভিযোগ আনা হয়েছে।

বাইজু প্রতিশ্রুতি মত পরিষেবা দিচ্ছে না, কোম্পানির বিজ্ঞাপনে শাহরুখ মিথ্যা কথা বলেছেন এই অভিযোগে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। তাঁর দাবি, বাইজু তার ছেলেকে পড়ানোর চেয়ে টাকা নিয়েছে, তা তাকে ফেরত এবং ক্ষতিপূরণ দিতে হবে।

দেখুন টুইট