Oscars 2025: স্বল্প বাজেটের ছবি ‘আনোরা’ দর্শকের মনের পাশাপাশি জিতে নিল ৫টি অস্কার!

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ৯৭তম দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (97th Academy Awards)-এ সবচেয়ে উজ্জ্বল ছবি হিসেবে জায়গা করে নিল 'আনোরা'।

Anora shines at Oscars

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) আয়োজিত ৯৭তম দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (97th Academy Awards)-এ সবচেয়ে উজ্জ্বল ছবি হিসেবে জায়গা করে নিল 'আনোরা'। পরিচালক শনবেকারের রোমান্টিক কমেডি-ড্রামা ‘আনোরা’র Anora আবেগঘন গল্প দর্শকের মন ছুঁয়েছিল। দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক -সহ মোট পাঁচটি বিভাগে অস্কার (Oscars 2025) পেয়েছে অল্প বাজেটের ছবিটি। যদিও চলতি বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ়’। ৩ মার্চ ভারতীয় সময় ভোর ৫:৩০ মিনিটে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার পুরস্কারের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়। তবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের প্রায় কিছুই এলো না।

'আনোরা'র ঝুলিতে এল ৫টি অস্কার!

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now