Volvo Price Hike: গাড়ি দাম বাড়াল ভলভো

পেট্রোল হাইব্রিড মডেলের গাড়ির দাম ভারতে বাড়াল ভলভো

Photo Credit (Twiter)

আজ থেকে দাম বাড়ল ভলভো গাড়ির। সুইডিশ এই গাড়ি প্রস্তুতকারক সংস্থার পেট্রোল-হাইব্রিড গাড়ি দাম ১ থেকে ২ শতাংশ পর্যন্ত বাড়ল। এক নজরে দেখে নেওয়া যাক কোন মডেলের কত দাম হচ্ছে।

XC40,  XC60,  S90,  XC90 গাড়িগুলির দাম বাড়বে। এছাড়া CC40 মডেলটির দাম হচ্ছে ৪৬.৪ লক্ষ টাকা।XC60 B5এর দাম পড়বে ৬৭.৫ লক্ষ টাকা, S90 B5 সেডানের দাম পড়বে ৬৭.৯ লক্ষ টাকা।XC90 BS6 এর দাম পড়বে ৯৮.৫ লক্ষ টাকা।

ভারতের বাজারে ভলভো তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে শীঘ্রই।XC40 তে থাকছে ৭৮ কিলোওয়াটের একটি ব্যাটারি।ভলভোর দাবি একবার চার্জে মাইলেজ পাওয়া যাবে ৪২০ কিলোমিটার।৪০৮ বিএইচপি এবং ৬৬০ নিউটন মিটার টর্ক থাকছে এই গাড়িটিতে।১৫০ কিলোওয়াট ব্যাটারির চার্জিং সাপোর্টও পাওয়া যাবে এই গাড়িতে। ভলভোর দাবি মাত্র ৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ করতে পারে ভলোভোর XC40 ইলেকট্রিক।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now