Citroen Ev: ভারতে লঞ্চ হল Citroen এর নতুন ইভি

তামিলনাড়ুর থিরুভাল্লুরে তৈরি হচ্ছে Citroën এর নতুন ইভি গাড়ি

Photo Credit (Twiter)

ভারতের বাজারে লঞ্চ করল Citroen এর ইভি E-C3। চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি।যার দাম যথাক্রমে, ১১.৫ লক্ষ, ১২.১৩ লক্ষ, ১২.২৮ লক্ষ এবং ১২.৪৩ লক্ষ। তামিলনাড়ুর থিরুভাল্লুরে তৈরি হবে সংস্থার এই গাড়িগুলি।B2B and B2C segment এর এই গাড়িগুলি আগামী মাস থেকেই ডেলিভারি দেওয়া শুরু করবে সংস্থা। দেশের ২৫ টি শহরের শোরুমে মিলবে এই গাড়ি।

নতুন মডেলের এই গাড়িগুলির ক্ষেত্রে বিশেষ অ্যাপও লঞ্চ করেছে তারা। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই অ্যাপ। যার মধ্যে থাকছে ২৫ টি বিভিন্ন ধরনের ফিচার। যার মধ্যে রয়েছে ড্রািভিং বিহেভিয়ার অ্যানালাইসিস, ভেহিকেল ট্র্যাকিং, এর্মাজেন্সী সার্ভিস কল, অটো-ক্র্যাশ নোটিফিকেশনের মত আরও কত কিছু।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now