Zoo Removes 5 Parrots For Swearing: দর্শকদের খারাপ খারাপ কথা, চিড়িয়াখানা থেকে ৫টি আফ্রিকান ধূসর তোতাকে সরিয়ে দেওয়া হল
দর্শকদের দেখলেই খারাপ খারাপ কথা বলছে, সেসব আর কানে তোলা যাচ্ছে না। সেই কারণে ব্রিটিশ চিড়িয়াখানা থেকে অস্থায়ীভাবে পাঁচটি আফ্রিকান ধূসর তোতাকে (African grey parrots) সরিয়ে দেওয়া হল। এদের আর দর্শকদের দেখতে দেওয়া হবে না। ২০০৩ সালে চালু হওয়া লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ সেন্টারে (Lincolnshire Wildlife Centre) দেড় হাজারেও বেশি তোতা রয়েছে।
লিঙ্কনশায়ার, ১ অক্টাবর: দর্শকদের দেখলেই খারাপ খারাপ কথা বলছে, সেসব আর কানে তোলা যাচ্ছে না। সেই কারণে ব্রিটিশ চিড়িয়াখানা থেকে অস্থায়ীভাবে পাঁচটি আফ্রিকান ধূসর তোতাকে (African grey parrots) সরিয়ে দেওয়া হল। এদের আর দর্শকদের দেখতে দেওয়া হবে না। ২০০৩ সালে চালু হওয়া লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ সেন্টারে (Lincolnshire Wildlife Centre) দেড় হাজারেও বেশি তোতা রয়েছে।
বিলি, এরিক, টাইসন, জ্যাড এবং এলসি এই ধূসর বর্ণের পাঁচটি তোতা এই বছরের ১৫ অগাস্ট বন্যপ্রাণী কেন্দ্রে নিয়ে আসা হয়। চিড়িয়াখানার রক্ষীরা জানিয়েছেন পাখিরা একে অপরকে অভিশাপ দিতে উৎসাহিত করেছিল। তাই মূল দরজার কাছ থেক তাদর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন: Sagar Island: ৫২ কেজির মাছ ধরে ৩ লক্ষ টাকায় বিক্রি করে রাতারাতি লাখপতি হলেন সাগর দ্বীপের দরিদ্রা বৃদ্ধা
চিডিয়াখানার প্রধান নির্বাহী স্টিভ নিকোলস বলেছেন, "আমরা তোতাপাখির গালাগাল সম্পর্ক অভ্যস্ত। তবে একসঙ্গ পাঁচটি তোতাকে সামলানো কঠিন।" তিনি আরও জানান, চিড়িয়াখানার দর্শনার্থীদের মধ্যে কেউই তোতাপাখিগুলি সম্পর্কে অভিযোগ করেননি এবং বেশিরভাগই তাদের নিয়ে মজা করেছে।