Viral Video: এক হাতে বিরাট সাপকে ধরে নাস্তানাবুদ মহিলার, রোমহর্ষক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন ভিডিও)

Photo Credit_Youtube

মানুষ পারে না এমন কিছুই নেই এই পৃথিবীতে। তা আবারও একবার প্রমান করলেন এক তরুনী। মাস্ক হেলমেট পরেই এক হাতে বিশালাকার সাপকে কাবু করলেন এক তরুনী।গাড়ির থেকে এই ঘটনা ক্যামেরা বন্দী করছিলেন এক ব্যক্তি, আর তা শেয়ার করা মাত্রই তোলপাড় নেট দুনিয়া।

 রাস্তা দিয়ে যাওয়ার সময় এমনই দৃশ্য দেখে তো চোখ ছানাবড়া পথ চলতি মানুষদের। যারফলে সেখানেই গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করতে শুরু করেন এক ব্যক্তি। ৪৮ সেকেন্ডের সেই ভিডিও টিতে  মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে  রাস্তা থেকে বিরাট বড়ো মাপের এক সাপকে জব্দ করে হাতে তুলে নেন এক তরুনী।তারপর সেই সাপ হাতেই , রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্কুটির পাশ কাটিয়ে এগিয়ে যেতে দেখা যায় সেই তরুনী কে ।