জগদীপ ধনখড় ও তবলা (Photo Credits: facebook and Wikimedia)

ডোমকল, ২১ নভেম্বর: বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তবে এবার তাঁর ক্ষোভ প্রকাশ পেল তবলার (Tabla) তালে। তবলা বাজিয়ে, গান গেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। বিষয়টি অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। ডোমকলে (Domkal) একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তখনই বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময়ে হাতে তুলে নেন তবলা। প্রশ্নের সঙ্গে সঙ্গে তবলায় চাঁটি মেরে মেরে চলতে থাকে উত্তরপর্ব।

আনন্দবাজারের খবর  অনুযায়ী, সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়, ডোমকলে আসার পথে আপনাকে কালো পতাকা দেখানো নিয়ে কিছু বলবেন? তবলায় বার কয়েক চাঁটি দিয়ে রাজ্যপাল বললেন, ‘‘আমি তো কোথাও কালো পতাকা দেখিনি। গোটা পথটাই সুন্দর পরিবেশ দেখতে দেখতে এলাম।’’ কিন্তু এই বিক্ষোভের বিষয়ে টুইট করে পুলিশকে বিঁধেছিলেন রাজ্যপাল। আরও পড়ুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপাল

পরের প্রশ্নটি ছিল, রাজ্যপালের হেলিকপ্টার ‘না পাওয়া’ নিয়ে। আপনাকে সড়ক পথে আসতে হল। কিন্তু মুখ্যমন্ত্রী এই জেলাতেই এলেন হেলিকপ্টারে। এ নিয়ে কী বলবেন? ফের তবলায় চাঁটি মেরে তাল দিতে দিতে তিনি পাল্টা বললেন, ‘হে-লি-ক-প্টা-র!’ তারপরে মন্তব্য ছুড়ে দিলেন, ‘‘মুখ্যমন্ত্রী তো এই জেলাতেই রয়েছেন। ওঁকেই বরং জিজ্ঞাসা করুন, কেন আমাকে হেলিকপ্টার দেওয়া হয়নি।’’

অন্যদিকে রাজ্যপালের হেলিকপ্টার না পাওয়ার ক্ষোভ সম্পর্কে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল কী ভাবে শিডিউল সাজাচ্ছেন জানি না। তবে মুখ্যমন্ত্রী যে এক দিনে ১৯-২০ কিলোমিটার হাঁটেন, উনিও সে রকম একটু হাঁটুন না! তাতে ওঁর শরীরও ভাল থাকবে।’’ এভাবেই রাজনৈতিক চাপানউতোর দেখা যায় শাসক দল ও রাজ্যপালের মধ্যে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Raj Bhavan CCTV Footage: ‘সচ কে সমনে’, জনতার দরবারে রাজভবনের সিসিটিভি ফুটেজ, দেখুন ভিডিও

Haryana Crisis: সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিক সরকার, রাজ্যপালকে চিঠি প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী চৌতালার (দেখুন পোস্ট)

CV Ananda Bose: ভগবানের পক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো কঠিন হবে, যৌন হেনস্থা কাণ্ডের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ রাজ্যপালের

CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনের ৪ কর্মীকে ডাক, হেয়ার স্ট্রিট থানায় হাজিরা

Governor CV Ananda Bose: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে 'শ্লীলতাহানির' অভিযোগ মহিলা কর্মীর

Delhi: বেআইনি নিয়োগের অভিযোগ দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতীর বিরুদ্ধে, রাতারাতি চাকরি খোয়ালেন ২২৩ কর্মী

Rameshwaram Cafe Blast: ভোটের মুখে NIA-র বড় সাফল্য, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বললেন, 'কারুর নিস্তার নেই'

West Bengal: রাজ্যপালের ক্ষমতা নিয়ে প্রশ্ন, ব্রাত্য সমালোচনায় মুখ খুললেন সি ভি আনন্দ বোস