Viral Video: রাস্তার ধারে সবজি বিক্রি করছিলেন, ছেলে এসে 'সুখবর' দিতেই অঝোরে কাঁদতে শুরু করলেন মা, দেখুন ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োর কমেন্টে মা-ছেলেকে ভালবাসা এবং শুভ কামনায় ভরিয়েছেন অনেকেই। কেউ-কেউ বলেছেন, "ছেলের সঙ্গে-সঙ্গে এই সাফল্যের ভাগীদার মাও।"
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হওয়া ভিডিয়ো (Video)চোখের কোণা ভিজিয়েছে নেটিজেনদের। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছেন মা। আচমকা তাঁর ছেলে যোগেশ এসে জানালেন, সিএ (CA)পরীক্ষায় উত্তীর্ণ তিনি। এই কথা শুনেই আনন্দে কেঁদে ফেললেন মা। ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেকে আঁকরে ধরে অঝোরে কাঁদতে থাকেন ওই মহিলা সবজি বিক্রেতা। মাকে সামলাচ্ছেন যোগেশ। মায়ের খুশি দেখে তাঁর মুখে যেন লেগে শান্তির হাসি। মা-ছেলের এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। ভাইরাল ভিডিয়োর কমেন্টে মা-ছেলেকে ভালবাসা এবং শুভ কামনায় ভরিয়েছেন অনেকেই। কেউ-কেউ বলেছেন, "ছেলের সঙ্গে-সঙ্গে এই সাফল্যের ভাগীদার মাও।" জানা গিয়েছে থানের রাস্তার ধারে দীর্ঘদিন ধরে সবজি বিক্রি করেন যোগেশের মা। ছেলেবেলা থেকে অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। আজ ছেলে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করার গর্বিত মা।
এই খবরটিও পড়ুনঃ টাকা চাওয়ায় পেট্রোল পাম্পের কর্মীকে গাড়ির ধাক্কা, গ্রেফতার পুলিশের চালক, ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো