Viral Video: বিমানের ছাদ বেয়ে পড়ছে জল, ভাইরাল ভিডিয়ো, কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ার ঘটনা নতুন নয়, কিন্তু কখনও বিমানের ছাদ বেয়ে জল পড়তে দেখেছেন? অবাক হলে তো? হ্যাঁ, এমনই অবাক করা ঘটনা ঘটেছে।

ভাইরাল ছবি (Photo Credit:X)

বিমান (Flight) উড্ডয়নে বিলম্ব, পর্যাপ্ত পরিষেবার অভাব, গাফিলতি বিমান সংস্থার (Airlines) বিরুদ্ধে এই ধরনের নানা ক্ষোভ উগরে দেন যাত্রীরা। বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আনা হয়। এ বার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল ভিন্ন এক ধরনের ছবি। বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ার ঘটনা নতুন নয়, কিন্তু কখনও বিমানের ছাদ বেয়ে জল পড়তে দেখেছেন? অবাক হলে তো? হ্যাঁ, এমনই অবাক করা ঘটনা ঘটেছে। সম্প্রতি 'কেকেআর' নামে এক X-ব্যবহারকারী গোটা বিষয়টি সামনে এনেছেন। সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে, যাত্রী বোঝাই বিমানের ছাদ গড়িয়ে জল গড়িয়ে পড়ছে। ভিডিয়োটি ক্যাপশনে এই ব্যবহারকারী লিখছেন, "জীবনে প্রথমবার বিমান থেকে জল পড়তে দেখলাম। এই বিশ্ব রেকর্ড করার জন্য এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ!" হাজার-হাজার টাকা খরচ করে বিমানের টিকিট কেটে এই ধরনের পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবেই খেপেছেন যাত্রীরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিটের উপরে থাকা বাতানুকূল থেকেই কোনওভাবে জল পড়ছে। সোশ্যাল মিডিয়্যা ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রসঙ্গত, এই ঘটনাটি কবে এবং কোন এয়ার ইন্ডিয়ার কোন বিমানে ঘটেছে তা জানা যায়নি।

দেখুন ভাইরাল ভিডিয়ো