Viral Video: চালক ছাড়াই এগিয়ে চলেছে ট্রাক, জীবনের ঝুঁকি নিয়ে বিপদ এড়ালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, একটি বুলডোজারের সামনে দাঁড়িয়ে এক তরুণী। তাঁর সামনে রয়েছে একটি ট্রাক।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

মানুষ ভগবানে (God) বিশ্বাস করে ঠিকই। তবে কিছু-কিছু সময় বোধ হয় মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন। ঠিক এই কথাটি যেন আরও একবার প্রমাণ করে দিলেন এক তরুণী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো (Video)। যাতে দেখা যাচ্ছে, একটি বুলডোজারের সামনে দাঁড়িয়ে এক তরুণী। তাঁর সামনে রয়েছে একটি ট্রাক। আচমকাই রাস্তার দিকে এগোতে শুরু করে খালি ট্রাকটি। অথচ চালক নেই ড্রাইভিং সিটে। এই ঘটনা দেখে প্রাণের তোয়াক্কা না করেই এক লাফে ট্রাকে উঠে হ্যান্ডব্রেক দিয়ে সেটিকে থামান ওই তরুণী। ট্রাকটি রাস্তায় উঠে গেলে বড় রকমের বিপদ ঘটতে পারত। তবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেদিন অনেক বড় বিপদ ঠেকান ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আর ভিডিয়োটি ভাইরাল হতেই এই 'সাহসী মেয়ে' কে বাহবা দিচ্ছেন অনেকেই। কেউ-কেউ আবার তাঁকে ভগবানের আসনে বসিয়েছেন। ভাইরাল ভিডিয়োর কমেন্টে কেউ-কেউ লিখছেন, "এই তরুণীর মধ্যে ভগবান আশ্রয় নিয়ে বিপদ থেকে রক্ষা করলেন।" প্রসঙ্গত, 'ঘর কা কালেশ' নামক একটি পেজ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো



@endif