Viral Video: গাড়ি চালানো নিয়ে বচসা, রাস্তায় ডেলিভারি বয়কে সজোরে ঘুষি, ভাইরাল ভিডিয়ো

পাশের গাড়িতে(Car) থাকে এক যাত্রী গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করলে তাঁকেও ভিডিয়ো ডিলিট করার জন্য অনুরোধ করে অভিযুক্ত ব্যাক্তি। 'ঘর কা কালেশ' নামক পেজ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের রাস্তায় বচসা (ছবিঃX)

রাস্তাঘাটে গাড়িঘোড়া চললে ঝামেলা তো বেঁধেই থাকে। অনেকসময়ই চালকদের মধ্যে নানা কারণে ঝামেলা বাঁধতে দেখা যায়। এ বারও এমনই এক ঝামেলা বাঁধে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) রাস্তায়। এক ডেলিভারি বয়ের(Delivery Boy ) সঙ্গে বচসায় জড়ায় এক গাড়ি চালক। গাড়ির ভিতর থেকে তর্কাতর্কি করে ক্ষান্ত থাকেনি সে। গাড়ি থেকে বেরিয়ে ডেলভারি বয়কে সজোরে ঘুষি মারে। রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় তাঁর সমস্ত জিনিস। পাশের গাড়িতে(Car) থাকে এক যাত্রী গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করলে তাঁকেও ভিডিয়ো ডিলিট করার জন্য অনুরোধ করে অভিযুক্ত ব্যাক্তি। 'ঘর কা কালেশ' নামক পেজ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োর কমেন্টে ওই গাড়িচালককে এক হাত নিচ্ছেন নেটিজেনরা। এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন অনেকেই।

রাস্তায় ডেলিভারি বয়কে সজোরে ঘুষি, ভাইরাল ভিডিয়ো



@endif