Vadodara: অভিনব কায়দায় সাপের প্রাণ বাঁচালেন যুবক, ভাইরাল ভিডিয়ো
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো। যা দেখে যশকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
নয়াদিল্লিঃ আচমকা হার্টের কোনও সমস্যা দেখা দিলে সিপিআর(CPR) দেন চিকিৎসকেরা(Doctors)। অর্থাৎ বুকে চাপ দিয়ে মুখের ভিতর বায়ু ভরে দেওয়া হয়। এই পদ্ধতিকে বলে হয় সিপিআর। কিন্তু মানুষের ক্ষেত্রেই মূলত এই পদ্ধতি ব্যবহার করতে দেখা যেত। তবে এবার এই সিপিআর দিয়ে একটি সাপের প্রাণ বাঁচালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভাদোদারার(Vadodara) বৃন্দাবন চার রাস্তায়। যুবকে নাম যশ তাদভি। তাঁর কাছে খবর যায় রাস্তায় একটি সাপ অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে যশ বুঝতে পারেন যে সাপটির শরীরে প্রাণ আছে। এরপর সাপটিকে মুখে নিয়ে সিপিআর দেওয়া শুরু করেন। ধীরে-ধীরে প্রাণ ফিরে পায় সাপটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো। যা দেখে যশকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। যশের কথায়, "আমার কাছে খবর আসে ভাদোদারার বৃন্দাবন চার রাস্তার কাছে অসুস্থ হয়ে পড়েছে একটি সাপ। খিবর পেয়ে সেখানে যাই। এরপর পর্যবেক্ষণ করে বুঝতে পারি সাপটির মধ্যে প্রাণ আছে। এরপরই সিপিআর দিয়ে শুরু করি। পরে সাপটি প্রাণ ফিরে পায়।"
অভিনব কায়দায় সাপের প্রাণ বাঁচালেন যুবক, ভাইরাল ভিডিয়ো