Uttar Pradesh: বিয়ের পাত্রী খুঁজে দেওয়ার আবেদন নিয়ে পুলিশের দ্বারস্থ ৩ ফুটের যুবক, দেখুন ভিডিয়ো

বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে সোজা আগ্রা থানায় পৌঁছে গেল মুজাফফরনগরের কোতয়ালি এলাকার ২০ বছরের যুবক মহম্মদ দানিশ।

প্রতীকী ছবি

মুজাফফরনগর: পুলিশের কাছে প্রতিদিনই বিভিন্ন আবেদন নিয়ে আসেন অনেক মানুষ। কিন্তু, বিয়ের পাত্রী খুঁজে দেওয়ার আবেদন নিয়ে থানায় হাজির মনে হয় কেউই হন না। এবার সেই না ঘটা ঘটনাই ঘটল উত্তরপ্রদেশের (UttarPradesh) আগ্রায় (Agra)। বিয়ের (Marriage) জন্য পাত্রী (Bride) খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে সোজা আগ্রা থানায় পৌঁছে গেল মুজাফফরনগরের (Muzaffarnagar) কোতয়ালি (Khatauli) এলাকার ২০ বছরের যুবক (Youth) মহম্মদ দানিশ। এর আগে এই বিষয় নিয়ে তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের (Akhilesh Sing Yadav) কাছেও আবেদন জানিয়েছিলেন বলে জানা গেছে।

পুলিশের কাছে জমা দেওয়া লিখিত আবেদনে দানিশ লিখেছেন, "কম উচ্চতার জন্য আমি নিজের উপযুক্ত একটি পাত্রী পাচ্ছি না যাকে বিয়ে করব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার জন্য একটি উপযুক্ত পাত্রী খুঁজে আমায় বিয়ে করতে সাহায্য করুন।" আরও পড়ুন: Scientists Visit Doda: যোশীমঠের মতই ফাটল ধরছে কাশ্মীরের ডোডায়! পরিদর্শনে GSI-এর বিজ্ঞানীরা