Horrifying Video: বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে মৃত দুই যুবক, মর্মান্তিক ভিডিয়ো
দুর্ঘটনাটি ঘটতে দেখেই আশেপাশে থাকা মানুষজন দৌড়ে এসে ওই দুই যুবককে সাহায্য করার চেষ্টা করে ও খবর দেয় অ্যাম্বুল্যান্সকে। কিছুক্ষণ পরে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও।
চেন্নাই: প্রতি ঘণ্টায় ১১৪ কিলোমিটার গতিবেগে (114 km per hour) বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিল। যার পরিণতি হল খুবই মর্মান্তিক। রাস্তার ধারে থাকা ডিভাইডারে (divider) ধাক্কা খেয়ে মারা গেল দুই কিশোর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) চেন্নাইয়ের (Chennai) তারামনি (Taramani) এলাকায়। দুর্ঘটনাটি গত ২৯ নভেম্বর ঘটলেও পয়লা ডিসেম্বর সোশ্যাল মিডিয়াতে (Social media) পোস্ট (Post) হওয়ার পরেই তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। মৃত দুই যুবক হল প্রভীন (১৯) ও হরি (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই যুবক একটি ওএমআর (OMR) বাইক (Bike) নিয়ে রাস্তায় স্টান্ট দেখাতে বেরিয়েছিল। আর পুরো বিষয়টি রেকর্ড করে রাখার জন্য যে গাড়ি চালাচ্ছিল সে নিজের হেলমেটে (Helmet) একটি ক্যামেরা (Camera) লাগিয়ে রেখেছিল। যাতে পুরো ঘটনাটি রেকর্ড হয়ে যায়। দু মিনিটের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইকটি চালু করার সঙ্গে সঙ্গে গাড়ির স্পিড ১১৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় তুলেছিল তারা। চেন্নাইয়ের তারামনি এলাকায় ১০০ ফুট রাস্তায় বেপরোয়া গতিতে এগিয়ে চলেছিল সামনের দিকে। ২০ সেকেন্ডে পরে দেখা যায়, কিছু দূরে যাওয়ার পরে একটি মিনি ভ্যানকে (Minivan) পাশ কাটাতে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ডিভাইডারে।
ভিডিয়োর বাকি অংশে দেখা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটতে দেখেই আশেপাশে থাকা মানুষজন দৌড়ে এসে ওই দুই যুবককে সাহায্য করার চেষ্টা করে ও খবর দেয় অ্যাম্বুল্যান্সকে। কিছুক্ষণ পরে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও।
পুলিশ সূত্রে খবর, ওই বাইকটি একটি স্পোর্টস বাইক। আর সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগে সেটি চালানো যায়। কয়েকমাস আগে বাইকটি প্রভীনকে কিনে দিয়েছিলেন তার অভিভাবকরা। এখনও পর্যন্ত প্রভীনের লাইসেন্সও হয়নি। দুর্ঘটনাটি ঘটার পরে প্রভীন ও হরিকে স্থানীয় রোয়াপেট্টা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।