Shocking News: চীনের জেড ড্রাগন মাউন্টেনে এনগেজমেন্টের সময় বজ্রপাতে মৃত্যু হল যুবকের

চীনের ইউনান প্রদেশের জেড ড্রাগন স্নো মাউন্টেনে উপস্থিত হয়েছিলেন পরিবারের সকলে, সকলের চোখের সামনে ঘটে গেল এই ভয়াবহ ঘটনাটি

Photo Credit_Twitter

চীনের একটি জনপ্রিয় পর্যটন স্পটে ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা। নিজের এনগেজমেন্ট ডে  উপলক্ষ্যে ২৪ অগাস্ট,বুধবার চীনের ইউনান প্রদেশের জেড ড্রাগন স্নো মাউন্টেনে উপস্থিত হয়েছিলেন  পরিবারের সকলে, সকলের চোখের সামনে ঘটে গেল এই ভয়াবহ ঘটনাটি ।তিনি যখন তাঁর তার বাগদত্তার সাথে আংটি বদল করছিলেন ঠিক সেই সময়ই বজ্রপাতে মৃত্যু হল হবু বরের। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ব্যক্তির নাম রুয়ান ,  স্প্রুস মেডোতে ফটোগ্রাফাররা যখন তার এবং তার সঙ্গীর ছবি তুলছিলেন তখনি হঠাৎ বজ্রপাত হয়, আর তাঁর আঘাতেই তাত্ক্ষণিকভাবে মারা যান ঐ ব্যক্তি।ঘটনাটি  ঘটতেই জরুরী পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মুষলধারে বৃষ্টি্র মধ্যেই লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়।

 

তবে ওই স্থানে বজ্রপাতের আগে চিনের আবহাওয়া কর্তৃপক্ষ সতর্কতার হিসাবে একটি হলুদ আবহাওয়া সতর্কতা জারি করেছিল।  যা দেশের আবহাওয়া ব্যবস্থার অধীনে তৃতীয় সর্বোচ্চ সতর্কতা।এই দম্পতি সতর্কতা সত্ত্বেও ফটোশুটের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন