Shah Rukh Khan: 'জওয়ান' মুক্তির আগে মঙ্গলবার গভীর রাতে বৈষ্ণো দেবী মন্দিরে প্রার্থনা সারলেন শাহরুখ খান

সুপারস্টার শাহরুখ খান তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’ মুক্তির আগে জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে বৈষ্ণো দেবীর মন্দিরে (Vaishno Devi shrine) প্রার্থনা সেরে নিলেন।

Shah Rukh Khan

জম্মু: সুপারস্টার শাহরুখ খান তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’ মুক্তির আগে জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে বৈষ্ণো দেবীর মন্দিরে (Vaishno Devi shrine) প্রার্থনা সেরে নিলেন। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি 'জওয়ান' (Jawan)।

সূত্রের খবর, অভিনেতা বৈষ্ণো দেবীর মন্দিরে প্রণাম জানাতে গত মঙ্গলবার গভীর রাতে সেখানে পৌঁছেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বেস ক্যাম্প কাটরা পৌঁছন, তারপর রাত ১১.৪০ নাগাদ নতুন তারাকোট রুট ধরে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পৌঁছন। আরও পড়ুন : Jawan: বহু প্রতীক্ষিত জওয়ানে শাহরুখের পাশে বিজয় সেতুপথী, নিজেই বলে ফেললেন সত্যিটা (দেখুন ভিডিও)

শাহরুখ খানের (Shah Rukh Khan) গভীর রাতে মন্দিরে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে অভিনেতাকে একটি হুডযুক্ত নীল জ্যাকেট পরে থাকতে দেখা গিয়েছে, এবং মুখ সম্পূর্ণ ঢেকে রেখেছেন। তাঁর সঙ্গে বৈষ্ণোদেবী তীর্থ বোর্ডের আধিকারিক ও কয়েকজন পুলিশকর্মীকে দেখা গিয়েছে।

দেখুন ভিডিও

VIDEO | Bollywood actor Shah Rukh Khan offered prayers at the revered Vaishno Devi shrine in Jammu earlier today. His much-anticipated film 'Jawan' is scheduled to be released on September 7.

(Source: Third Party) pic.twitter.com/yxNb5TuxyH

— Press Trust of India (@PTI_News) August 30, 2023

উল্লেখ্য, অভিনেতাকে এর আগে তাঁর ব্লকবাস্টার হিট পাঠান মুক্তির এক মাস আগে, ২০২২২ সালের ডিসেম্বর মাসে বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now