Video- Waiter Slips On Floor Dies: মেঝেতে পা পিছলে পড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের
মেঝেতে পা পিছলে পড়ে মৃত্যু ১৮ বছর বয়সী এক যুবকের। গত শনিবার রাতে ইন্দোরের বিজয়নগর এলাকার এক রেস্তোরাঁয় ঘটনাটি ঘটেছে।
নয়াদিল্লি: মেঝেতে পা পিছলে পড়ে মৃত্যু ১৮ বছর বয়সী এক যুবকের। গত শনিবার রাতে ইন্দোরের বিজয়নগর এলাকার এক রেস্তোরাঁয় ঘটনাটি ঘটেছে। যুবক ওই রেস্তোরার কর্মচারী (Restaurant Employee)। দুর্ঘটনার পর তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রবি দেলোয়ার। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ রবি রেস্তোরাঁ বন্ধ করার জন্য জিনিসপত্র সরিয়ে নিচ্ছিলেন। এ সময় একটি টেবিল সরাতে গিয়ে সে পা পিছলে পড়ে যায়,মাথায় আঘাত লাগে। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গোটা বিষয়টার তদন্ত করছে।
দেখুন টুইট
মৃতের পরিবারের অভিযোগ, রেস্তোরাঁর সামনে বম্বে হাসপাতালে থাকা সত্ত্বেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাঁকে সেখানে ভর্তি করেনি। তাঁকে দুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কাছের হাপাতালটিতে ভর্তি করানো হলে তাঁর জীবন বাঁচানো যেত।