Plane Tragedy: জানেন শেষবার কবে প্লেনে বাজ পড়ে ভেঙে পড়ে

সম্প্রতি মস্কোয় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় (Moscow Plane Tragedy)। বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়।

সম্প্রতি মস্কোয় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় (Moscow Plane Tragedy)। বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়। ভিডিওতে ধরা পড়ে বিমানে দাউ দাউ করে জ্বলছে আগুন। রাশিয়ার এই বিমানটির যাত্রীদের মধ্যে অন্তত ৪১ জনের মৃত্যু হয়। অনেকেই বলেছিলেন, বিমানটির ওপর বাজ পড়ে এই দুর্ঘটনা ঘটে। যদিও এই দাবিটা এখনও প্রমাণিত হয়নি। এমন সময় দেখে নেওয়া যাক একটা প্রশ্ন অনেকেরই মনে হয়। আচ্ছা, এই যে আকাশ থেকে এত বাজ পড়ে, সেগুলোতেও সবচেয়ে ভয়ের কথা বিমান বা প্লেনের। প্লেনের ওপর বাজ পড়লে তো সেটা ভেঙে পড়ার কথা। তাহলে তো রোজ রোজ বা মাঝে মাঝেই বাজ পড়ে বিমান দুর্ঘটনা হওয়ার কথা। আশঙ্কাটা অমূলক নয়।

তবে এমন দুর্ঘটনা শেষবার ঘটে ১৯৬৩ সালের ডিসেম্বরে। আজ থেকে ৫৬ বছর আগে একটি বোয়িং ৭০৭-১২১ প্লেন বজ্রপাতের (Plane Tragedy) আঘাতে আকাশেই বিস্ফোরিত হয়। আর তা মার্কিন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে আছড়ে পড়ে তা। সেই দুর্ঘটনায় মারা যান ৮১ জন যাত্রী।

এরপর থেকে আর কখনও কোনও প্লেনে বাজ পড়ে মাটিতে ভেঙে পড়ার ঘটনা ঘটেনি। বছর দুয়েক আগে আমস্টারডামের এক বিমানে বাজের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রানওয়ে থেকে ওঠার কিছু মুহূর্ত পরেই একটি শক্তিশালী বজ্রপাত আঘাত হানে প্লেনের ওপর। এরপর বাজটি প্রবাহিত হয়ে প্লেনের বাম ডানা দিয়ে নিচের দিকে নামতে দেখা যায়। শক্তিশালী বজ্রপাত আঘাত হানলেও সেই প্লেনটি সব যাত্রী সমেত ঠিকমত তার গন্তব্য পেরুর লিমাতে পৌঁছায়।



@endif