Viral Video: 'পান ব্রাউনি', নতুন 'ডেজার্টে' মগ্ন অন্তর্জাল, দেখুন ভাইরাল ভিডিয়ো

কেউ কেউ আবার বলতে শুরু করেন, পান ব্রাউনিতে 'মিসিং' 'গ্রেট' করা চিজ। অর্থাৎ ব্রাউনির সঙ্গে পানের এই মজাদার মিশ্রণকে মেনে নিতে পারেননি অনেকেই। ফলে একের পর এক মন্তব্য উড়ে আসতে শুরু করে ভিডিয়ো দেখে।

Paan Brownie (Photo Credit: Video Screen Grab)

পান ব্রাউনির (Paan Brownie) ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) অন্তর্জালে। যেখানে হট চকোলেটের উপর ব্রাউনি, এক স্কুপ আইসক্রিম এবং শেষে বিশেষ মশলা সহযোগে পান দিয়ে সাজিয়ে খাবারের প্লেটে তুলে ধরা হচ্ছে। পান ব্রাউনির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন সেই পান ব্রাউনির ভিডিয়ো...

 

তবে পান ব্রাউনির ভিডিয়ো ভাইরাল হলেও, কে এই খাবার তৈরি করেছেন, তাঁকে 'গ্রেফতার' করা হোক বলে দাবি করেন নেটিজেনদের কেউ কেউ। যদিও পুরোটাই মজার ছলে মন্তব্য করা।

 

কেউ কেউ আবার বলতে শুরু করেন, পান ব্রাউনিতে 'মিসিং' 'গ্রেট' করা চিজ।  অর্থাৎ ব্রাউনির সঙ্গে পানের এই মজাদার মিশ্রণকে মেনে নিতে পারেননি অনেকেই।

 

সবকিছু মিলিয়ে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে ( Ahmedabad ) পান ব্রাউনির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।



@endif