UP Police Constable Exam: বিয়ের মঞ্চ থেকে দম্পতি পৌঁছে গেলেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা কেন্দ্রে, দেখুন

কিছু প্রার্থী প্রথমে বিবাহ অনুষ্ঠান সেরে তারপর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাঁদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছন।

Newlyweds from the wedding stage to the job test center (Photo Credit: Youtube)

উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা নিয়ে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিভিন্ন জেলায়  পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক পরীক্ষার্থী জড়ো হন। এদিন পরীক্ষায় কিছু প্রার্থী প্রথমে বিবাহ অনুষ্ঠান সেরে তারপর পরীক্ষা দিতে তাঁদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। আরও পড়ুন: Car Accident: দুর্ঘটনার কবলে পড়া সাত যাত্রীর প্রাণ বাঁচালেন কনস্টেবল, দেখুন ভিডিও

দেখুন ভিডিও

 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্পের অধীনে বিজনোরের ধামপুর ব্লকে ২০৬ জন দম্পতির গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তারমধ্যে ১৭ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রার্থী ছিলেন। তাঁদের সমস্যা বুঝে ব্লক আধিকারিকদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরীক্ষায় বসতে যাওয়া সমস্ত দম্পতিদের বিয়ের অনুষ্ঠান আগেই করা হবে। সেইমতো প্রার্থীরা বিয়ের অনুষ্ঠান সম্পন করে বিয়ের সাজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান।