National Anthem: গিটারে জাতীয় সঙ্গীত বাজাচ্ছেন নাগাল্যান্ডের যুবতী, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো
ভিডিয়োটি দেখার পর প্রশংসায় মেতে উঠেছেন ভারতীয় নেটিজেনরা। কেউ কেউ বলছেন, "জাতীয় সঙ্গীত উপস্থাপনার ক্ষেত্রে এক নয়া নজির গড়লেন ওই যুবতী। আমরা সবাই জানি যে সাত বোন নামে খ্যাত উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের মিউজিশিয়ানরা খুবই দক্ষ। উনি তারই প্রমাণ রাখলেন।"
কোহিমা: ডিসেম্বরের এক তারিখ থেকে নাগাল্যান্ডের (Nagaland) রাজধানী (Capital) কোহিমার (Kohima) কাছে অবস্থিত কিসামার (Kisama) নাগা হেরিটেজ ভিলেজে (Naga Heritage Village) শুরু হয়েছে ২৩তম জাতীয় হর্নবিল উৎসব (23rd edition of the annual Hornbill festival)। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানটি চলার কথা।
এর মাঝেই ভাইরাল (viral) হয়েছে সেই উৎসবের একটি ভিডিয়ো (video)। যেখানে অনুষ্ঠান মঞ্চের উপর গিটারে (guitar) জাতীয় সঙ্গীত বাজাতে দেখা যাচ্ছে এক নাগা যুবতীকে (Naga lady)। আর মঞ্চের পাশাপাশি নিচে দাঁড়িয়ে থাকা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে শুনছেন সেই বাজনা। ভিডিয়োটি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা। ওই নাগা যুবতীর প্রশংসা পঞ্চমুখও হয়ে উঠেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর থেকে ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেও ফেলেছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইম্নাইনাল জামির নামে ওই নাগা যুবতীটি মনে দিয়ে গিটারে ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন (Jana Gana Mana)' বাজাচ্ছেন। আর মঞ্চের উপর দাঁড়িয়ে তা মন দিয়ে শুনছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice-President Jagdeep Dhankhar), নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও (Nagaland Chief Minister Neiphiu Rio) ও নাগাল্যান্ডের রাজ্যপাল জগদীশ মুখী(Governor of Nagaland Jagdish Mukhi)-সহ বিশিষ্ট অতিথিরা।
ভিডিয়োটি দেখার পর প্রশংসায় মেতে উঠেছেন ভারতীয় নেটিজেনরা। কেউ কেউ বলছেন, "জাতীয় সঙ্গীত উপস্থাপনার ক্ষেত্রে এক নয়া নজির গড়লেন ওই যুবতী। আমরা সবাই জানি যে সাত বোন নামে খ্যাত উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের মিউজিশিয়ানরা খুবই দক্ষ। উনি তারই প্রমাণ রাখলেন।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)