Miss Universe 2023: ক্যাট ওয়াকে ক্যাশ ওয়াক! টাকার পোশাকে মঞ্চ মাতালেন সুন্দরী মডেল, দেখুন ভিডিয়ো
মিস ইউনিভার্স ২০২৩-এর মঞ্চে ক্যাট-ওয়াকে ক্যাশ ওয়াক। অভিনব পোশাক পরে দেশের মুদ্রা অভিনবত্ব তুলে ধরে বিশ্ব সুন্দরীরেদর মঞ্চে মাতিয়ে দিলেন এল সালভাদোরের মডেল প্রতিযোগী আলেকজান্দ্রা গুয়াজার্দো।
মিস ইউনিভার্স ২০২৩ (Miss Universe 2023)-এর মঞ্চে ক্যাট-ওয়াকে ক্যাশ ওয়াক। অভিনব পোশাকার মাধ্যমে দেশের মুদ্রা অভিনবত্ব তুলে ধরে বিশ্ব সুন্দরীদের মঞ্চে মাতিয়ে দিলেন এল সালভাদোরের মডেল প্রতিযোগী আলেকজান্দ্রা গুয়াজার্দো (Alejandra Guajardo)। মধ্যে আমেরিকার দেশ এল সালভাদোর তাদের মুদ্রার বৈচিত্র্যের জন্য গোটা দুনিয়ায় পরিচিত। আর দেশের সেই মুদ্রা বৈচিত্র্যই ধরা পড়ল মিস এল সালভাদোরের পোশাকে।
৭১তম মিস ইউনিভার্সের মঞ্চে এল সালভাদোর-এর আলেকজান্দ্রার পোশাকে তাঁর দেশের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করা সব মুদ্রার ঝলক। ২০২১ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিট কয়েনকে আইনি বৈধতা দিয়ে তার ব্যবহার শুরু করে এল সালভাদোর। মিস এল সাভভাদোরের পোশাকে দেখা গেল বিট কয়েন। আবার একটা সয় সেখানে ব্যবহার হত কোকাও, কোলোন নামের অর্থও সেগুলোও ধরা পড়ল তাঁর অভিনব পোশাকে।
দেখুন ভিডিয়ো
সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ওরল্যান্ডে মিস ইউনিভার্সে মিস এল সালভাদোরের পোশাক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।