Uttar Pradesh: ফের বদলাচ্ছে যোগী রাজ্যের দুটো জায়গার নাম, জেনে নিন কোনগুলি
রাজ্য সরকারগুলি তাদের রাজ্যের কোনও নির্দিষ্ট জায়গার নাম পরিবর্তন করতে চাইলে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠায়। চালু থাকা গাইডলাইন ও বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পর মন্ত্রকের তরফে তাতে অনুমোদন দেওয়া হয়।
লখনউ: ফের বদলে যাচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দুটি জায়গার (two places) নাম (name)। উত্তরপ্রদেশ সরকারের প্রস্তাবের ভিত্তিতে গোরখপুর জেলার মুন্ডেরা বাজার (Mundera Bazaar) মিউনিসিপাল কাউন্সিলের নাম চৌরিচৌরা (Chauri-Chaura) ও দেওরিয়া জেলার তেলিয়া আফগান (Telia Afghan) গ্রামের নাম তেলিয়া শুক্লা (Telia Shukla) করার অনুমোদন (nod) দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry Of Home Affairs)।
মঙ্গলবার সূত্র মারফত জানা গেছে, উত্তরপ্রদেশ সরকারের সুপারিশের ভিত্তিতে মন্ত্রক থেকে গত ৬ অক্টোবর অনুমোদন দেওয়া হয়। তার ভিত্তিতে নামবদলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গোরখপুর জেলার মুন্ডেরা বাজার মিউনিসিপাল কাউন্সিল ও দেওরিয়া জেলার তেলিয়া আফগান গ্রামের নাম তেলিয়া শুক্লা করার বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি নো অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। আরও পড়ুন: Patiala, Punjab: ছাত্র-ছাত্রীদের অভিনব স্বীকৃতি প্রদান পাঞ্জাবে, একদিনের জন্য ডেপুটি কমিশনার হলেন এক ছাত্রী
রাজ্য সরকারগুলি তাদের রাজ্যের কোনও নির্দিষ্ট জায়গার নাম পরিবর্তন করতে চাইলে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠায়। চালু থাকা গাইডলাইন ও বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পর মন্ত্রকের তরফে তাতে অনুমোদন দেওয়া হয়। এরপর একটি নির্দিষ্ট জায়গার নাম পরিবর্তনের বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেটও দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
তার আগে রেলমন্ত্রক, ডিপার্টমেন্ট অফ পোস্ট ও সার্ভে অফ ইন্ডিয়ার কাছে থেকে এই বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই তিনটি সংস্থা থেকে জানানো হয়, প্রস্তাবিত নামের সঙ্গে সঙ্গতি রয়েছে এমন কোনও জায়গা নেই দেশের মধ্যে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলির জায়গার নাম পরিবর্তনের প্রস্তাবে সায় দেওয়া হয়। আরও পড়ুন: Video of A Huge Atlas Moth Bigger Than a Human Hand Goes Viral; দেখতে পাওয়া গেল মানুষের হাতের থেকেও বড় আকারের এক অ্যাথলাস মথ (দেখুন ভিডিও)