বিশ্বকাপে সৌদির কাছে আর্জেন্টিনার হারের ফল, ভাইরাল ছাগলের সঙ্গে মেসির তুলনা করে তৈরি মিম
দলের ক্যাপ্টেন হিসেবে ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে বিপক্ষের গোলে বল ভরে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু, তাতে আর শেষ রক্ষা হয়নি। ম্যাচের পরে শেষ হাসি হাসে সৌদি আরব।
নয়াদিল্লি: মঙ্গলবার কাতারে (Qatar) আয়োজিত ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) প্রথম ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন (led) আর্জেন্টিনা (Argentina)। বিশ্বের অন্যতম সেরা দলের এই ফলে হতাশ হয়ে পড়েছে গোটা ফুটবল দুনিয়া (Football World)। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে (Social media) ভাইরাল (Viral) হয়েছে মেসির সঙ্গে ছাগলের (Goat) তুলনা করে তৈরি অনেক মজার মিমও (Memes)।
দলের ক্যাপ্টেন হিসেবে ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে বিপক্ষের গোলে বল ভরে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু, তাতে আর শেষ রক্ষা হয়নি। ম্যাচের পরে শেষ হাসি হাসে সৌদি আরব। তারপরই মেসির গ্রেটেস্ট অফ অল টাইম ইমেজকে (Greatest Of All Time Or GOAT) কটাক্ষ করে তৈরি মিম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।