Viral Video: পুনে পোর্শেকাণ্ডের মধ্যেই মুম্বইয়ে ফের এক নাবালকের বিপদজনক স্টান্ট, দেখুন

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক নাবালক ব্যস্ত রাস্তায় বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছে এবং সেই চলন্ত গাড়ির বনেটে শুয়ে আছেন এক ব্যক্তি।

Man Lying on the Bonnet of a Moving BMW (Photo Credit: X)

নয়াদিল্লি: পুনের পোর্শে গাড়ি দুর্ঘটনা এখনও তাজা। এরই মধ্যে মুম্বইয়ের কল্যাণে (Mumbai’s Kalyan) আরও এক নাবালকের গাড়ি নিয়ে স্টান্ট করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে এক নাবালক একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি চালাচ্ছে এবং সেই গাড়ির বনেটে শুয়ে আছে এক ব্যক্তি। কল্যাণ পশ্চিমের শিবাজি চক এলাকায় ব্যস্ত রাস্তায় নাবালক এই স্টান্টটি করছে। সূত্রে খবর, ভিডিওতে বিএমডব্লিউ-এর বনেটে শুয়ে থাকা ব্যক্তিকে সুভম মিতালিয়া হিসেবে শনাক্ত করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই বনেটে শুয়ে থাকা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by NDTV (@ndtv)

 

পুলিশ সূত্রে খবর, ১৭ বছর বয়সী নাবালক এবং তার বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ৷ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি নাবালকের বাবার নামে নথিভুক্ত করা, তিনি একজন সরকারি কর্মকর্তা, অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অনুমতি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।