Mumbai: ট্রাফিক পুলিশকে গাড়ির বনেটে বসিয়ে ১ কিলোমিটার পাড়ি চালকের, ভাইরাল ভিডিয়ো
জরিমানা যাতে না দিতে হয়, তার জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা বিজয়সিং গৌরবকে গাড়ির বনেটে বসিয়ে পাড়ি দেন ওই চালক৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷
মুম্বই, ১ অক্টোবর: ট্রাফিক নিয়ম ভেঙেছেন৷ এমনই অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেন বিজয়সিং গৌরব নামে ট্রাফিক পুলিশের ( Traffic Cop) এক কর্মী৷ মুম্বইয়ের (Mumbai) অন্ধেরির আজাদ নগর মেট্রো স্টেশনের কাছে ওই ব্যক্তির গাড়ি আটকে জরিমানা করেন বিজয়সিং৷ এ পর্যন্ত সব ঠিকই ছিল৷ এরপর জরিমানার অর্থ যাতে না দিতে হয়, তার জন্য বিজয়সিং গৌরব নামে ওই ট্রাফিক পুলিশ (Police) কর্মীকে গাড়ির বনেটে বসিয়ে ১ কিলোমিটার পাড়ি দেন চালক৷
জরিমানা যাতে না দিতে হয়, তার জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা বিজয়সিং গৌরবকে গাড়ির (Car) বনেটে বসিয়ে পাড়ি দেন ওই চালক৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷ এরপর ওই গাড়ি চালককে আটক করা হয়৷
আরও পড়ুন: IAF officer Rape: ধর্ষণ প্রমাণে বায়ু সেনার মহিলা অফিসারের 'টু ফিঙ্গার টেস্ট', সরব জাতীয় মহিলা কমিশন
দেখুন সেই ভিডিয়ো...
গ্রেফতারির পর ওই চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ২৭৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ৷