Christ the Redeemer: ত্রাইস্ট দ্য রিদিমারের ওপর পড়ল বাজ, নেইমারদের দেশে হবে কি কোনও বড় বিপর্যয়

প্রতিদিন গোটা বিশ্বে ৩০ লক্ষ বার বজ্রপাত হয়। বছরে হিসেবটা দাঁড়ায় ১৪০ কোটি! হ্যাঁ, আকাশ থেকে দুনিয়ার বুকে বাজ পড়াটা এতটাই স্বাভাবিক একটা ঘটনা।

ightning bolt strikes Christ the Redeemer statue. (Photo Credits: Twitter)

তথ্য বলছে, প্রতিদিন গোটা বিশ্বে ৩০ লক্ষ বার বজ্রপাত হয়। বছরে হিসেবটা দাঁড়ায় ১৪০ কোটি! হ্যাঁ, আকাশ থেকে দুনিয়ার বুকে বাজ পড়াটা এতটাই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু সেই বাজ যদি এসে পড়ে দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটা ক্রাইস্ট দ্য রিদিমারের মূর্তির ওপর! তেমনই হল। ক্রাইস্ট দ্য রিদিমারের ওপর আছড়ে পড়ল বাজ। আর একেবারে সঠিক মুহূর্তে তা ক্যামেরা বন্দি করে ভাইরাল করে দিলেন ফোটোগ্রাফার।

এক ফোটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ল বিরল এক দৃশ্য। ব্রাজিলের রিও ডি জেনিরোর দুনিয়া খ্যাত ক্রাইস্ট দ্য রিদিমারের মূর্তি বাজ পড়ার মুহর্তের ছবি ক্যামেরা বন্দি হল।

দেখুন ছবিতে

ব্রাজিলের একাংশের মানষ মনে করেন, ক্রাইস্ট দ্য রিদিমারের ওপর বাজ পড়াটা দেশের পক্ষে মোটেও সুখবর নয়। ব্রাজিলের বেশ কিছু জ্য়োতিষ বলছেন, এ হল দেশে বড় বিপর্যয় আসার সঙ্কেত। যদিও এসব কুসংস্কারে সেভাবে কেউ সাড়া দিচ্ছেন না। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, অ্যামজন জঙ্গল নিয়ে আশঙ্কা, কাতার বিশ্বকাপে নেইমারদের খারাপ ফল, পেলের মৃত্যু, অর্থনীতির খারাপ দশা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব তুঙ্গে ওঠা। ব্রাজিল গত বেশ কয়েক মাস সময়টা একেবারে খারাপ যাচ্ছে। বাজ পড়ার পর ক্রাইস্ট দ্য রিদিমার দেশবাসীর কাছে মঙ্গল আনুন এটাই সবাই চাইছেন।



@endif