Pakistani Rabab Player Siyal Khan Plays Indian National Anthem: ভারতের ৭৫ বছরের স্বাধীনতায় পাকিস্তানি রবাব শিল্পীর বিশেষ 'উপহার', দেখুন ভিডিও

পাকিস্তানী রবাব শিল্পী সিয়াল খান (Pakistani Rabab Player Siyal Khan) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অসাধারণ উপহার। ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি রবাবে (মিঞাঁ তানসেনের সৃষ্ট বাদ্যযন্ত্র) ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন।

Pakistani Rabab Player Siyal Khan

পাকিস্তানী রবাব শিল্পী সিয়াল খান  (Pakistani Rabab Player Siyal Khan) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অসাধারণ উপহার। ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি রবাবে (মিঞাঁ তানসেনের সৃষ্ট বাদ্যযন্ত্র) ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তিনি সেই ভিডিওটিতে ক্যাপশন দেন "এটি আমার সীমান্তের ওই পারের সমস্ত বন্ধুদের জন্য"। এই টুইটের শেষে তিনি পাকিস্তান ও ভারতের পতাকার ছবিও দেন।

রবাবে জাতীয় সঙ্গীতের ভিডিও শুনুন

 



@endif