Delhi: দিল্লি না কি নায়গ্রা জলপ্রপাত? রাজধানী শহরের চমকে দেওয়া ভিডিয়োতে তোলপাড়
গত কয়েকদিন ধরে যেভাবে জোরদার বৃষ্টি শুরু হয়েছে, তার জেরে রাজধানী শহরের একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে৷ যার মধ্যে মীরাট, পিলাখুনা, সম্বল, বুন্দলশহর (উত্তরপ্রদেশ) সহ একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে৷
দিল্লি, ১ সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে দিল্লি (Delhi) জুড়ে জোরদার বৃষ্টি শুরু হয়েছে৷ দিল্লিতে গত ৩ দিন ধরে এক নাগাড়ে বৃষ্টির জেরে কনৌট প্লেস এলাকায় যে ছবি ধরা পড়ল, সেই ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই৷ এমনকী, রাজধানী শহরের ওই ছবি দেখে দিল্লি না কি নায়গ্রা জলপ্রপাত (Niagara falls) বলে প্রশ্ন তোলেন অনেকে৷ দিল্লির ওই ছবি এবং ভিডিয়ো দেখে কেউ কেউ রাজধানী শহরকে 'ওয়াটারফল সিটি' বলে মন্তব্য করেন৷ দেখুন সেই ভিডিয়ো...
গত কয়েকদিন ধরে যেভাবে জোরদার বৃষ্টি (Heavy Rain) শুরু হয়েছে, তার জেরে রাজধানী শহরের একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে৷ যার মধ্যে মীরাট, পিলাখুনা, সম্বল, বুন্দলশহর (উত্তরপ্রদেশ) সহ একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে৷
আরও পড়ুন: Priyanka Chopra: মঙ্গলসূত্রে তুলে ধরলেন ঐতিহ্য, ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়ার ফটোশ্যুট
দেখুন দিল্লির ওই ছবি দেখে তাকে কেউ কেউ কেম্পটি জলপ্রপাত বলেও কটাক্ষ করেন...
কেউ বলেন দিল্লিতেই নায়গ্রা জলপ্রপাত তৈরি হবে৷ তার জন্য আগে থেকে উদাহরণ দেওয়া শুরু হয়েছে বলে বলে কটাক্ষ করেন কেউ কেউ...
সবকিছু মিলিয়ে দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টির জেরে যে ছবি উঠে এসেছে, তা এর আগে কেউ দেখেননি বলে মন্তব্য করেন অনেকে৷