IPL Auction 2025 Live

Economic Package: দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ, কটা শূন্য যোগে ট্রিলিয়ন হয়, জানতে সোশ্যাল মিডিয়ায় অঙ্কের ঝড়

মঙ্গলবার রাত আটটার জাতির উদ্দেশে ভাষণে দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে ২০ লক্ষ কোটির (20 lakh crore) আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় যাঁরা টিভির সামনে ছিলেন তাঁদের বেশিরভাগই ততক্ষণে হিসেব কষতে বসেছেন কটা শূন্য যোগ করলে ২০ লক্ষ কোটির ফিগার তৈরি হয়। নেটিজেনরা তো টুইটারেই এনিয়ে হিসেবের বন্যা বইয়ে দিয়েছেন। শূন্যের হিসেব জানতে চাইলে বলতে হবে, ২০ লক্ষ কোটিতে আছে ১৩টি শূন্যয যার একটি অবশ্যই ২ এর সঙ্গে জুড়ে ২০ হয়েছে। বাকি ১২টি শূন্য লক্ষ কোটিকে নিশ্চিত করছে। তাহলে দাঁড়ালো যে ২০ লক্ষ কোটিতে ১৩টি শূন্য থাকতেই হবে।

নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ মে: মঙ্গলবার রাত আটটার জাতির উদ্দেশে ভাষণে দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে ২০ লক্ষ কোটির (20 lakh crore) আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় যাঁরা টিভির সামনে ছিলেন তাঁদের বেশিরভাগই ততক্ষণে হিসেব কষতে বসেছেন কটা শূন্য যোগ করলে ২০ লক্ষ কোটির ফিগার তৈরি হয়। নেটিজেনরা তো টুইটারেই এনিয়ে হিসেবের বন্যা বইয়ে দিয়েছেন। শূন্যের হিসেব জানতে চাইলে বলতে হবে, ২০ লক্ষ কোটিতে আছে ১৩টি শূন্যয যার একটি অবশ্যই ২ এর সঙ্গে জুড়ে ২০ হয়েছে। বাকি ১২টি শূন্য লক্ষ কোটিকে নিশ্চিত করছে। তাহলে দাঁড়ালো যে ২০ লক্ষ কোটিতে ১৩টি শূন্য থাকতেই হবে।

এমনিতে ১২টি শূন্য জুড়লেই সংখ্যার হিসেবে তা ট্রিলিয়ন হয়। এরপর যদি ২০ লক্ষ কোটিটে সংখ্যায় লিখতে হয় তাহলে যে ছবিটি দাঁড়াবে তা হল__ ২০০, ০০,০০,০০,০০,০০০। আন্তার্জাতিকভাবে এই আর্থিক প্যাকেজের পরিমাণকে ২০ ট্রিলিয়ন বলা হবে। ভারতীয় অর্থীনিতির মূলকে সজীব করতেই এই ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে। কৃষি, শ্রমিক, কলকারখানা, সবকিছুই এই প্য়াকেজের আওতায় পড়ছে। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই আর্থিক প্যাকেজ সম্পর্কে বিশদ ঘোষণা করবেন। আরও পড়ুন-Coronavirus Cases In India: গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩ হাজার ৫২৫ জন, সবমিলিয়ে দেশে কোভিডের গ্রাসে ৭৪ হাজার ২৮১ জন

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “আমি আজ বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করছি। আত্ম নির্ভর ভারত অভিযানে এই প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোভিড সংক্রান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই কেন্দ্রের এই ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা। যার ১০ শতাংশ ভারতে জিডিপি।”