Otto Wichterle Google Doodle: কনট্যাক্ট লেন্স আবিষ্কর্তা অটো উইটারলে-র ১০৮-তম জন্মদিনে গুগলের ডুডল
আমরা আজ প্রয়োজনে এমনকী, ফ্যাশনের কারণেও চোখে পরে থাকি কনট্যাক্ট লেন্স। সেই কনট্যাক্ট লেন্সের আবিষ্কর্তার নাম জানেন। তিনি হলেন প্রখ্যাত চেক কেমিস্ট অটো উইটারলে।
আমরা আজ প্রয়োজনে এমনকী, ফ্যাশনের কারণেও চোখে পরে থাকি কনট্যাক্ট লেন্স। সেই কনট্যাক্ট লেন্সের আবিষ্কর্তার নাম জানেন। তিনি হলেন প্রখ্যাত চেক কেমিস্ট অটো উইটারলে। আজ তাঁর ১০৮-তম জন্ম জয়ন্তী উপলক্ষে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল অর্থপূর্ণ ডুডল প্রকাশ্যে আনল। সমগ্র বিশ্বের ১৪০ মিলিযন মানুষের চোখে আজ কনট্যাক্ট লেন্স। যার কৃতিত্ব শুধু অটো উইটারলে-র পাওনা। আধুনিক সফট কনট্যাক্ট লেন্স আবিষ্কর্তা অটো উইটারলে-র জন্ম ১৯১৩-র ২৭ অক্টোবর। গুগলের ডুডলটিতে দেখা যাচ্ছে কনট্যাক্ট লেন্স পরার চেস্টা করছেন অটো উইটারলে (Otto Wichterle)। আরও পড়ুন- AY 4.2 COVID-19 Variant in India: তৃতীয় ঢেউয়ের হাতছানির মাঝেই করোনার নয়া প্রজাতি, কর্ণাটকে শোরগোল
শুধু এখানেই অটো উইটারলে-র কৃতিত্বের শেষ নয়। ১৯৯৩ সালে চেক রিপাবলিক গঠিত হলে অ্যাকাডেমির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন অটো উইটারলে।