Michiyo Tsujimura Google Doodle: গ্রিন টি গবেষক, জাপানিজ কৃষিবিজ্ঞানী মিচিও সুজিমুরার ১৩৩-তম জন্মদিনে গুগলের ডুডল

ডুডল আর্টের (Google Doodle) মাধ্যমে জাপানের কৃষি বিজ্ঞানী মিচিও সুজিমুরার (Michiyo Tsujimura) ১৩৩-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল৷ যুগান্তকারী গবেষণার কারণে মিচিও সুজিমুরা জাপানের প্রথম মহিলা হিসেবে কৃষিতে ডক্টরেট হন৷

Michiyo Tsujimura Google Doodle(Photo Credits: Google)

ডুডল আর্টের (Google Doodle) মাধ্যমে জাপানের কৃষি বিজ্ঞানী মিচিও সুজিমুরার (Michiyo Tsujimura) ১৩৩-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল৷ যুগান্তকারী গবেষণার কারণে মিচিও সুজিমুরা জাপানের প্রথম মহিলা হিসেবে কৃষিতে ডক্টরেট হন৷ তাঁর গবেষণার মূল বিষয়ই ছিল সুস্বাস্থ্য সম্পর্কিত গ্রিন টি৷ যে পানীয় আজ সর্বাধিক জনপ্রিয়৷ ১৮৮৮ সালে জাপানের সাইতামা প্রদেশের ওকেগাওয়াতে জন্মগ্রহণ করে মিচিও সুজিমুরা৷ হোক্কাইডো ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে বিনেপয়সার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন৷ এমন একটা সময় যখন বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রীদের পড়াশোনার অনুমতিও দিত না৷ এর কয়েক বছর পর তাঁকে টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে বদলি করে দেওয়া হয়৷ সেখানে মিচিও সুজিমুরা গ্রিন টি-এর উপরে গবেষণা শুরু করেন৷  আরও পড়ুন-West Bengal Monsoon: রোদ্দুরের মুখ দেখতে না দেখতেই ফের নিম্নচাপের ভ্রূকুটী, উইকএন্ডে ভিজবে রাজ্য

মিচিও সুজিমুরার জন্মজয়ন্তীতে গুগলের ডুডল

ভিটামিন B1-এর আবিস্কারক ডক্টর উমেতারো সুজুকির সঙ্গেও কাজ করেন মিচি সুজিমুরা৷ তাঁদের যৌথ গবেষণার ফলস্বরূপ জানা যায়, গ্রিন টি-তে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে৷ এই গ্রিন টি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য ১৯৫৬ সালে জাপান প্রাইজ অফ এগ্রিকালচারাল সায়েন্স পুরস্কারে সম্মানিত হন তিনি৷  ১৯৬৯ সালে ৮১ বছর বয়সে মিচিও সুজিমুরার জীবনাবসান হয়৷

এই মহান কৃষি বিজ্ঞানীর ১৩৩-তম জন্মদিনে তাঁকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল সার্চ ইঞ্জিন গুগল৷