Punjab: অনলাইনে অর্ডার করা বার্থ ডে কেক খেয়ে জন্মদিনে মৃত্যু ১০ বছরের কিশোরীর
পঞ্জাবের পাতিয়ালায় মর্মান্তিক ঘটনা। ১০ বছরের এক কিশোরীর জন্মদিনে অনলাইনে কেক অর্ডার করে তার পরিবার। পাতিয়ালার এক বেকারি থেকে অনলাইনে কেক অর্ডারের পর সেটি কাটে মানভি নামের সেই বছর দশেকের কিশোরীর।
পাতিয়ালা, ৩০ মার্চ: পঞ্জাবের পাতিয়ালায় মর্মান্তিক ঘটনা। ১০ বছরের এক কিশোরীর জন্মদিনে অনলাইনে কেক অর্ডার করে তার পরিবার। পাতিয়ালার এক বেকারি থেকে অনলাইনে কেক অর্ডারের পর সেটি কাটে মানভি নামের সেই বছর দশেকের কিশোরীর। এরপর সেই কেক খেয়ে সে মারা যায়। মানভির ছোট বোনও সেই কেক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
গত ২৪ মার্চ সন্ধ্যা সাতটার দিকে জন্মদিনে কেক কাটে মানভি। সেটি ফেসবুক লাইভও করে তার পরিবার। তারপর সেই বার্থ ডে কেক খায় গোটা পরিবার। গোটা পরিবারের সদস্যরা অসুস্থ বোধ করতে থাকে। সবার আগে বমি করে মানভির বোন। তারপর মানভি জল খেতে চায়।
দেখুন খবরটি
কাতর স্বরে বলে মুখ, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। এরপর সে জ্ঞান হারায়। আর সে চোখ খোলেনি। জন্মদিনেই তার মর্মান্তিক মৃত্যু হয়। মানভির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। কেকটির নমুনা পরীক্ষা চলছে। কেক তৈরি করা বেকারি কারখানার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।