Video: পৌরসভার টিকিট না মেলায় টাওয়ারে উঠে বিক্ষোভ দেখালেন প্রাক্তন আপ কাউন্সিলর
আসন্ন দিল্লি পৌরসভা নির্বাচনে টিকিটt) না মেলায় ট্রান্সমিশন ' উঠে বিক্ষোভ দেখালেন আম আদমি পার্টির (i Party) এক প্রাক্তন কাউন্সিলর> রবিবার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশন এলাকায়।
নয়াদিল্লি: আসন্ন দিল্লি পৌরসভা নির্বাচনের (upcoming MCD elections) টিকিট (ticket) না মেলায় ট্রান্সমিশন টাওয়ারে (transmission tower) উঠে বিক্ষোভ দেখালেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) এক প্রাক্তন কাউন্সিলর (former councillor)। রবিবার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির শাস্ত্রী পার্ক (Shashtri Park metro station) মেট্রো স্টেশন এলাকায়। প্রাক্তন ওই আপ কাউন্সিলরের নাম হাসিব-উল-হাসান (Haseeb-ul-Hasan)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের ৪ তারিখ ২৫০ ওয়ার্ড সম্বলিত দিল্লি পৌরসভার নির্বাচন হওয়ার কথা। সেই উপলক্ষ্যে শনিবার তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে আম আদমি পার্টি। তাতে উল্লেখিত ১১৭ জনের মধ্যে নাম না থাকায় অখুশি হয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর।
সেই রাগেই রবিবার সকালে শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে একটি ট্রান্সমিশন টাওয়ারে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন হাসিব। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ওই টাওয়ার থেকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন।
এপ্রসঙ্গে হাসিব বলেন, "তিন আপ নেতা দুর্গেশ ঠাকুর, অতিশী ও সঞ্জয় সিং আমার কাগজ ফেরত দেননি। আমার কাছে তাঁরা টাকা চেয়েছিলেন। কিন্তু, আমি দিতে পারেনি বলে দীপু চৌধুরীকে ৩ কোটি টাকায় টিকিট বিক্রি করেছে।"