Viral Chat: চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ছুটি না মেলায় চাকরি ছাড়ল কর্মী, ভাইরালে বসের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট
অসুস্থতার জন্য একদিন জরুরি ছুটি চেয়ে বসের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠিলেন একজন কর্মচারী। বস তাঁর কাছে ছুটি নেওয়ার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন চান। তার জেরে চাকরিই ছেড়ে দেন ওই কর্মী।
কলকাতা: অসুস্থতার জন্য একদিন জরুরি ছুটি (Sick Leave) চেয়ে বসের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ (WhatsApp Chat) পাঠিলেন একজন কর্মচারী। বস তাঁর কাছে ছুটি নেওয়ার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন চান। তার জেরে চাকরিই ছেড়ে দেন (Quits Job) ওই কর্মী। সোশ্যাল মিডিয়াতে বসের সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট ভাইরাল (viral) হয়েছে। আরও পড়ুন: Vande Bharat Express Sleeper Coach: ঝাঁ চকচকে বন্দে ভারতের স্লিপার কোচ, বিলাসবহুল ট্রেনের অন্দরের প্রথম ঝলক মিস করবেন না
ওই চ্যাটে কর্মচারী বসকে লিখেছিলেন যে তাঁর জ্বর হয়েছে এবং তিনি ওইদিন কাজ করতে পারছেন না। এর জবাবে বস তাঁকে এই অজুহাতের জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন (Doctor's Note) জমা করতে বলে। এর উত্তরে ওই কর্মী লেখেন, "আমি 3 বছর ধরে ডাক্তারের কাছে যাইনি। আমার কাছে শুধু জ্বরের জন্য ডাক্তারের কাছে যাওয়ার টাকা নেই। গতকাল আমি ঘন্টায় ৮ ডলারের সমতুল্য কাজ করেছিলাম। কম্পানি কি আমার চিকিৎসকের খরচা মেটাবে?"
বস উত্তেজিত হয়ে আবার লেখেন, আপনি যদি চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে না পারেন তাহলে আপনাকে অফিসে এসে কাজ করতে হবে। সামান্য জ্বরের জন্য বাড়িতে বসে থাকা যাবে না। আপনি বাড়িতে কত টাকা নিয়ে যাবেন তা আপনার কাজের উপরই নির্ভর করবে।
বস ও কর্মচারীর ওই চ্য়াটের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ বসকে সমর্থন করেছেন তো কেউ কর্মচারীকে। আরও পড়ুন: Animal Cruelty In Uttar Pradesh: গরুকে JCB দিয়ে তুলে ছুঁড়ে ফেলা হল ট্রাক্টরের ট্রলিতে, যোগীরাজ্যের ভিডিয়ো
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)