Cobra Eating Cobra Video: একটি কোবরা গিলে ফেলছে অন্য কোবরাকে, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও

পেটে দারুণ খিদে! শিকার না পেয়ে নিজের প্রজাতির সাপকেই শিকার করল কোবরা। মহারাষ্ট্রের নাসিকের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

Cobra Eats Cobra in Maharashtra Video

নাসিক: পেটে দারুণ খিদে! শিকার না পেয়ে নিজের প্রজাতির সাপকেই শিকার করল এক কোবরা। মহারাষ্ট্রের নাসিকের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বড় কোবরা (Cobra) তার খিদে মেটাতে একটি ছোট কোবরাকে খাওয়ার চেষ্টা করছে। একজন দর্শক ভিডিওটি রেকর্ড করেন, তিনি ২১-সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। প্রকৃতির এই ভয়ঙ্কর খেলা উপভোগ করছেন নেটিজেনরা, এটি দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। সূত্রে খবর, স্থানীয়রা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বন বিভাগ কর্মীরা কোবরাগুলিকে উদ্ধার করে বনে ছেড়ে দেন।

দেখুন ভিডিও 



@endif