Plane Makes Emergency Landing On Highway: ব্যাস্ত হাইওয়েতে জরুরি অবতরণ করল বিমান! দেখুন ভিডিও

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাস্ত হাইওয়েতে (Highway) জরুরি অবতরণ বিমানের (Plane Makes Emergency Landing)। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওটি ইতেমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নিরাপদে বিমান অবতরণ করানোর জন্য পাইলটের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ৩ জুলাই। পাইলট ভিসেন্ট ফ্রেজার তাঁর শ্বশুরের সঙ্গে একটি সিঙ্গল ইঞ্জিনের বিমান ওড়াচ্ছিলেন। আচমকা বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এরপরই বিমানটিকে নর্থ ক্যারোলিনার (North Carolina) একটি চার লেনের হাইওয়েতে অবতরণ করতে বাধ্য হন ভিসেন্ট।

Plane Makes Emergency Landing On Highway (Photo: Facebook)

নর্থ ক্যারোলিনা, ১০ জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাস্ত হাইওয়েতে (Highway) জরুরি অবতরণ বিমানের (Plane Makes Emergency Landing)। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওটি ইতেমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নিরাপদে বিমান অবতরণ করানোর জন্য পাইলটের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ৩ জুলাই। পাইলট ভিসেন্ট ফ্রেজার তাঁর শ্বশুরের সঙ্গে একটি সিঙ্গল ইঞ্জিনের বিমান ওড়াচ্ছিলেন। আচমকা বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এরপরই বিমানটিকে নর্থ ক্যারোলিনার (North Carolina) একটি চার লেনের হাইওয়েতে অবতরণ করতে বাধ্য হন ভিসেন্ট।

ফেসবুকে সোয়াইন কাউন্টি শেরিফের অফিস সেই বিমান অবতরণের ভিডিও ফুটেজটি শেয়ার করেছে। বিমানের ডানাতে লাগানো ক্যামারাতে ধরা পড়েছে ভিডিও। ক্লিপটিতে দেখা যাচ্ছে বিমানটি নীচু দিয়ে উড়তে দেখা যাচ্ছে। রাস্তায় সেই সময় গাড়ি চলাচল করছে। অবশেষে ভিসেন্ট বিমানটিকে হাইওয়েতে মসৃণভাবে অবতরণ করান। তারপর খানিক এগিয়ে রাস্তার ধারে বিমানটি সরিয়ে আনেন। পোস্টের ক্যাপশনে সোয়াইন কাউন্টি শেরিফের অফিস পাইলটের অসামান্য অবতরণকে প্রশংসা করেছে। তাতে লেখা হয়েছে, "কী একটি অসামান্য কাজ। এটা বিপর্যয়কর হতে পারে, কিন্তু ঘটেনি।" আরও পড়ুন: Bahubali Samosa Challenge: ৩০ মিনিটে বাহুবলী সিঙাড়া খেয়ে জিতুন ৫১ হাজার টাকা, নয়া চ্যালেঞ্জে তোলপাড় নেটদুনিয়া

দেখুন ভিডিও:

নাটকীয় ভিডিও ক্লিপটি ৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে। ৫ হাজার জন লাইক করেছে। ইন্টারনেট ব্যবহারকারীরা পাইলটের কাজের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি আশ্চর্যজনক ছিল! হাইওয়েতে গাড়ির থেকে প্লেন ভাল চলে।" আরেকজন বলেছেন, "ভগবানকে ধন্যবাদ, সবাই নিরাপদে আছেন। আশ্চর্যজনক ব্যাপার।"