Boeing 777 Fire: টেক অফের পরেই বিমানের ইঞ্জিনে ভয়াবহ আগুন, ইউ টার্ন নিয়ে জরুরী অবতরণ
ফের বোয়িং বিমানে বিপত্তি। এবার বোয়িং ৭৭-এ উড়ন্ত বিমানে ইঞ্জিনে আগুন। কানাডার টোরোন্টোর এক বিমানবন্দর থেকে বোয়িং ৭৭৭ বিমানটি টেক অফের ঠিক পরেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
টরোন্টো, ৭ জুন: Plane Fire: ফের বোয়িং বিমানে বিপত্তি। এবার বোয়িং ৭৭-এ উড়ন্ত বিমানে ইঞ্জিনে আগুন। কানাডার টোরোন্টোর এক বিমানবন্দর থেকে বোয়িং ৭৭৭ বিমানটি টেক অফের ঠিক পরেই ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানটি টরোন্ট থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস উড়ে যাচ্ছিল। ইঞ্জিনে আগুন লাগা অবস্থাতেই বিমানটি আকাশে উড়তে থাকল। এয়ার কানাডার আন্তর্জাতিক বিমানটিতে ৪০০ জন যাত্রী ছিলেন।
বিমানবন্দরের কয়েকজন যাত্রী মোবাইলে সেই আগুনের ভিডিয়ো ক্য়ামেরা বন্দি করলেন। এয়ার ট্র্য়াফিক কন্ট্রোল থেকে বিষয়টি নজরে আসে। পাইলট বুঝতে পেরে ইউ টার্ন নিয়ে বিমানটিকে সেই টরোন্টো পিয়ার্সন বিমানবন্দরেই জরুরী অবতরণ করান। বরাত জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি।
দেখুন ভিডিয়ো
কী করে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছ। বোয়িং বিমানের টেকনিক্যাল সমস্যা, যান্ত্রিক ত্রুটির ঘটনা গোটা বিশ্বজুড়ে ঘটছে। বোয়িংয়ের কারণে আন্তর্জাতিক বিমানে সফর করা অনেকের কাছেই আতঙ্কের হয়ে উঠেছে।