বাংলা সিরিয়াল জনপ্রিয় অভিনেত্রী সমুদ্র সৈকতে নেচে ভাইরাল

দু' টি জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়িকা সমুদ্রে নেচে বেড়াচ্ছেন। তারপর ভাইরাল সেই ভিডিও। 'ইষ্টি কুটুম' সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল বাহার ভূমিকায়। এরপর 'বিকেলে ভোরের ফুল' সিরিয়ালেও তাঁর দেখা মেলে। এই বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখের নাম সুদীপ্তা চক্রবর্তী।

সুদীপ্তা চক্রবর্তী (Photo Credits: Instagram)

কলকাতা, ২১ আগস্ট: দু' টি জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়িকা সমুদ্রে নেচে বেড়াচ্ছেন। তারপর ভাইরাল সেই ভিডিও। 'ইষ্টি কুটুম' সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল বাহার ভূমিকায়। এরপর 'বিকেলে ভোরের ফুল' সিরিয়ালেও তাঁর দেখা মেলে। এই বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখের নাম সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

তিনি সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে হলিউডের এক জনপ্রিয় গানে সমুদ্রের মাঝে নাচলেন। তাঁকে দেখা যায় নীল রঙের একটি পোশাকে। ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া প্রকাশের সঙ্গে সঙ্গেই হয়ে যায় ভাইরাল। আরও পড়ুন, প্রিয়াঙ্কা চোপড়াকে শুভেচ্ছা দূত পদ থেকে সরাতে ইউনিসেফ- কে চিঠি পাকিস্তানের মন্ত্রী শিরীন মাজারির

দেখে নিন সেই ভিডিও,

 

বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের প্রায়শই দেখা যাচ্ছে বার ভাইরাল হতে। কখনো ছবি হচ্ছে ভাইরাল কখনো নাচের ভিডিও। রীতিমতো বলিউড অভিনেত্রীদের টেক্কা দিয়ে হয়ে যাচ্ছেন ভাইরাল।



@endif