'Bharat Mata Ki Jai': অস্ট্রেলিয়া ও পাকিস্তান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ চলাকালীন 'ভারত মাতা কি জয়' স্লোগান, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ চলাকালীন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অস্ট্রেলিয়ান ভক্তের 'ভারত মাতা কি জয়' (Bharat Mata Ki Jai) স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল।

Australian Fan Shouting 'Bharat Mata Ki Jai' (Photo Credit: X)

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ চলাকালীন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium in Bengaluru) একজন অস্ট্রেলিয়ান ভক্তকে (Australian Fan) 'ভারত মাতা কি জয়'  (Bharat Mata Ki Jai) স্লোগান দিতে দেখা গিয়েছে। এই স্লোগান দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যক্তিটি চিৎকার করে বেশ কয়েকবার 'ভারত মাতা কি' স্লোগান দিচ্ছেন। এদিন অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে ম্যাচ হারল পাকিস্তান।

দেখুন



@endif