Australia: মেয়ের বিয়েতে স্লিম হতে চেয়ে ওজন কমানোর ওষুধ ব্যবহার, মৃত্যু অস্ট্রেলিয়ান মহিলার

দ্রুত ওজন কমাতে ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ (Ozempic) ব্যবহার করে মৃত্যু ৫৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান মহিলার।

Ozempic Representative Image (Photo Credit: Flickr)

সামনেই মেয়ের বিয়ে। তাই দ্রুত ওজন কমানোর জন্য ওজন কমানোর ওষুধ (Weight-Loss Drug)  ‘ওজেম্পিক’ (Ozempic) ব্যবহার করেছিলেন ৫৬ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান মহিলা (Australia Woman)। এই ওষুধের প্রভাবে গুরুতর পেটের অসুখে মারা গেলেন মহিলা। মৃত মহিলার স্বামী বলেন, এইভাবে তাঁর মৃত্যু হলো এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। এমনটা হবে জানলে আমরা তাঁকে ওষুধটি ব্যবহার করতে দিতাম না।

উল্লেখ্য, সারা বিশ্বে ওজন কমানোর ওষুধ হিসেবে ওজেম্পিক ব্যাপকভাবে ব্যবহার হয়। গবেষকদের মতে, দ্রুত ওজন কমাতে যারা ওজেম্পিক কিংবা ওয়েগোভির মতো ওষুধ ব্যবহার করেন তাদের বিরল ও গুরুতর পেটের অসুখে ভোগার ঝুঁকি রয়েছে।

দেখুন



@endif